চাঁদপুর: চাঁদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।
তিনি বলেন, এ মাসটি আমাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। বেশ কিছু কর্মসূচি রয়েছে যা আমাদের সুন্দরভাবে পালন করতে হবে। এ মাসের বিভিন্ন কর্মসূচি যথাযথ মর্যাদায় পালনের মধ্যেও আইন-শৃঙ্খলা ভালো রাখতে হবে। আমরা চাই জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকুক। এ প্রোগ্রাম গুলো আমাদের জাতির প্রোগ্রাম। আমি চাইবো জেলার সবাই এ প্রোগ্রামগুলোতে উপস্থিত থেকে যথাযথ মর্যাদায় পালন করব। চাঁদপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে।
জেলা প্রশাসক বলেন, বাজার তদারকিসহ বিভিন্ন কার্যক্রমের জন্যে ভ্রাম্যমান আদালত জোরদার করতে হবে। প্রতিদিনই বাজার মনিটরিং করতে হবে। রোজার মাসকে সামনে রেখে অনেক ব্যবসায়ী মজুদ করেন। এ ধরণের কাজ করলে কঠিন ব্যবস্থা নেয়া হবে। গ্রামে আদালতের মামলা সংক্রান্ত ব্যাপারে স্ব স্ব উপজেলার নির্বাহী কর্মকর্তাদের নজর রাখার জন্যে বলা হয়।
জেলা প্রশাসক জাটকা সংক্রান্ত বিষয়ে বলেন, জাটকা রক্ষা অভিযানে আমরা দিনরাত চেষ্টা করছি। এসময় জাটকা ধরা ও বিক্রি করা সম্পূর্ণ নিষেধ। যারা জাটকা ফেরি করে বিক্রি করে তাদেরকে আইনের আওতায় এনে দিতে হবে। শুধু ছবি তুলবেন না, তাকে আইনের আওতায় আনা আপনার নিজের দায়িত্ব। সকলের সহযোগিতা না থাকলে আমাদের জাতীয় সম্পদকে রক্ষা করা অনেক কষ্টকর হয়ে যাবে। নদী পাড়ের জনপ্রতিনিধিরা যদি সহযোগিতা করে তাহলে আর কোন সমস্যা হয় না। জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ সচেতন হলে জাটকা রক্ষা অভিযান সফল হবে। এ সম্পদটা আমাদের সবার। জাটক রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
জেলা প্রশাসক মাদক সম্পর্কে বলেন, মাদকের ব্যাপারে নতুন প্রজন্মকে আরো বেশি সচেতন করতে হবে। মাদক ব্যবসায়ীদের মাসনিক অবস্থান অনেক নিচে চলে গেছে। তাদেরকেও বুঝাতে হবে এর কুফল সম্পর্কে।
এসময় নৌ-পুলিশের অভিযান ভালো হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক এবং এই ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান।
পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার) তাঁর বক্তব্যে বলেন, এ মাসে আমদের অনেকগুলো সরকারি প্রোগ্রাম রয়েছে। আমরা যথাযথ মর্যাদায় সবাই মিলে এ প্রোগ্রামগুলো উদযাপন করবো। আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদেরকে যেকোন তথ্য দিবেন, আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। সবার সহযোগিতা পেলে আমরা চাঁদপুরে আইন-শৃঙ্খলা ভালো রাখতে পারব।
পুলিশ সুপার বলেন, জাটকা রক্ষার জন্যে আমাদের অভিযানের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। দিস যত বাড়বে জেলেরা নদীতে নামার প্রবনতা বাড়বে। তাই আমাতের যার যার অবস্থান থেকে এ সস্পদ রক্ষায় কাজ করতে হবে।
তিনি বলেন, সড়কে বাসের যো দৌরাত্ম তা নিয়ে আমরা ইতিমধ্যে সভা করেছি। ভ্যানগাড়ীর বাজারের মধ্যে থাকতে দেয়া হবে না। শহরে নিবন্ধিত অটোরিকশা যা রয়েছে তা দিয়ে শহরের জনগণের জন্যে যথেষ্ট।
তিনি আরো বলেন, ছোট ছোট মাদক ব্যবসায়ীরা বার বার তারা মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে। সিজার লিস্টের সাক্ষীকে ঠিক রাখাটা অনেক কষ্টকর হয়ে যায়। তবে এধরনণের ঘটনা ২/১ ক্ষেত্রে হতে পারে, সবক্ষেত্রে হয় না। মাদক ব্যবসায়ীদের ক্ষেত্রে আইনজীবীসহ সবার জিরো ট্রলারেন্স হতে হবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. নাসির উদ্দিন সরোয়ার এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন, সিভিল সার্জন এর প্রতিনিধি ডা. হিমেল, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, পৌরসভার প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসাইন, মুক্তিযুদ্ধের সংসদের সাবেক জেলা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, জেলা জর্জ কোর্ট এর পিপি অ্যাড. রনজিত রায় চৌধুরী, জেলা মৎস কর্মকর্তা গোলাম মেহেদী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন,আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহপরিচালক শরিফুল ইসলাম প্রমূখ।
সভায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সরকারি ও বেসরকারি সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/