চাঁদপুর: নৌ দুর্ঘটনা প্রতিরোধে পদ্মা-মেঘনায় অবৈধ বাল্কহেড ও ডাকাতিরোধে নৌ-পুলিশের বিশেষ অভিযানে পরিচালনা করা হয়েছে।
বুধবার (৯ আগষ্ট) দুপুর থেকে বৃহস্পতিবার (১০ আগষ্ট) সকাল পর্যন্ত এই অভিযানে চাঁদপুরের মেঘনার মোহনা থেকে মাদারীপুরের শিবচর পর্যন্ত অর্ধশত বাল্কহেড যাচাই-বাছাই করা হয়।
এ সময় বালুবাহী ২৪টি অবৈধ বাল্কহেড জব্দ ও ১৯ টির বিরুদ্ধে প্রসিকিউশনসহ ৫০ জন শ্রমিককে আটক করেছে নৌ-পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম।
তিনি জানান, দেশের সাড়ে ছয় হাজার নৌ-পথকে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান। এটি ভোররাত পর্যন্ত চলবে। রাতে বাল্কহেডের কারণে দুইদিন আগে মুন্সীগঞ্জে ট্রলার ডুবির ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়। নৌপথে অবৈধ বাল্কহেড সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। ডাকাত এবং অবৈধ বাল্কহেডের অভিযান অব্যাহত রেখে নদী পথ নিরাপদ রাখা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
তিনি আরও জানান, আড়াইশ পুলিশ সদস্যদের নিয়ে ৭ জন এসপির মাধ্যমে ২৯ টিম নিয়ে অভিযান পরিচালনা করা হয়। যে সব বৈধ বাল্কহেডের কাগজপত্র ঠিক আছে, তাদের সন্ধ্যার আগেই যাতে বন্ধ রাখা হয় সেই নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া নদী পথে অভিযান চালিয়ে আমরা মোট ২৭ জন ডাকাতকে আটক করতে সক্ষম হয়েছি। এখন নৌপথে মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, নারায়ণগঞ্জ নৌ-পুলিশ সুপার মিনা মাহমুদা, ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার আশিকুজ্জামান ও হেডকোয়ার্টারের পুলিশ সুপার আহাদুজ্জামান, চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
ফম/এমএমএ/