পদত্যাগ করলেন চাঁদপুর জেলা জজ আদালতের পিপি

চাঁদপুর: স্বেচ্ছায় পদত্যাগ করলেন চাঁদপুর জেলা জজ আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাড: রনজিত কুমার রায় চৌধুরী ।

বুধবার (১৪ আগষ্ট ) অ্যাড: রনজিত কুমার রায় চৌধুরীর স্বাক্ষরিত পদত্যাগ পত্র জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) চাঁদপুরের মাধ্যমে আইন ,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সলিসিটর অনুবিভাগ বরাবরে প্রেরণ করেন।

অ্যাড : রনজিত কুমার রায় চৌধুরী দীর্ঘদিন চাঁদপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পালন করেছিলেন।

তারসহ জেলার অন্যান্য আইন কর্মকর্তাদের ( পসিকিউটরদের ) পদত্যাগের বিষয়টি অনেক দিন ধরেই আদালত চত্বরে গুঞ্জন চলছিল। বুধবার অবশেষে তিনি পদত্যাগপত্র জমা দেওয়ার খবরটি আদালত চত্বরে ছড়িয়ে পড়ে।

এদিকে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের আগে ৩ আগস্ট চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা সড়কে পেশাজীবী সংগঠনের ব্যানারে মানবন্ধন কর্মসূচি পালিত হয়। সেখানে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের চরম বিরোধিতা করে বক্তব্য দেন অ্যাড: রনজিত কুমার রায় চৌধুরী। তার বক্তব্যগুলো প্রকাশ পায় স্থানীয় গণমাধ্যমে।

ফম/এমএমএ/

আদালত করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম