
সোমবার (২৪ মার্চ) বিকাল ৩টায় শহরের হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে পোষাক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি ইতি চৌধুরী, সহ-সভাপতি গাজী রিয়াজ, শরীফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল খান, প্রচার সম্পাদক ফারিস আল হাসান, সদস্য জাহিদ খান ও হাসান মিয়াজী।
সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান বলেন, ঈদ পোষাক আনুষ্ঠানিকভাবে হাসান আলী সপ্রাবিতে দিলেও আমরা শহর ঘুরে ঘুরে অসহায় শিশু ও তাদের পরিবারের মাঝে এই ঈদ পোষাক পৌঁছে দিয়েছি। সব মিলিয়ে শতাধিক ঈদ পোষাক বিতরণ করা হয়।
সভাপতি মেহেদী হাসান বলেন, চাঁদপুর জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা করোনা মহামারি সময়ে এই সংগঠন প্রতিষ্ঠা করে। এরপর থেকে বিগত ৫বছর পথশিশুদের উন্নত মানের খাবার, ঈদের পোষাক ও ঈদ সামগ্রী প্রদান করে আসছে। তবে এখন শিশুদের পাশাপাশি অসহায় নারী-পুরুষের মাঝেও খাবার ও পোষাক বিতরণ করা হচ্ছে। আমাদের নিজস্ব অর্থয়ানে এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে।