পটুয়াখালির সবুজ মাদকসহ চাঁদপুরে গ্রেফতার

চাঁদপুর: চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী নিয়মিত অভিযানে ৬ কেজি গাঁজাসহ পটুয়াখালি জেলার মাদকব্যবসায়ী মো. সবুজ (২৭) গ্রেফতার হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন জানান, আজ বিকেলে পরিদর্শক বাপন সেন এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন চাঁদপুর বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্স এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোঃ সবুজ (২৭) গ্রেফতার, পিতা-মোঃ আলমগীর ফকির, মাতা-মোছাঃ আছিয়া, সাং-রাঙ্গাবালী থানা, জেলা পটুয়াখালিকে ৬ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

এই বিষয়ে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম