মতলব উত্তর (চাঁদপুর):চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের লতরদি গ্রামের কৃতি সন্তান ও আহসান গ্রুপ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইঞ্জিনিয়ার এএসএম কামরুল আহসান পঞ্চমবারের মতো মত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ব্যক্তি (সিআইপি) স্ট্যাটাস কার্ড পেয়েছেন।
রাজধানীতে বুধবার বাণিজ্যমন্ত্রী মো. টিপু মুন্সির হাত থেকে তিনি সিআইপি কার্ড গ্রহণ করেন।
ইঞ্জিনিয়ার কামরুল আহসান বলেন, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আমি পঞ্চমবারের মত সিআইপি হয়েছি। সকলের কাছে দোয়া চাই আমি সব সময় ব্যবসার পাশাপাশি আমার নিজ এলাকা মতলব উত্তরের সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছি এবং যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবেন এই ধারা অব্যাহত থাকবে।
আহসান গ্রুপের পরিচালক এম ইসফাক আহসান বলেন, আমার বাবা পঞ্চমবারের মতো সিআইপি হয়েছেন। তৈরি পোষাক রফতানিতে বিশেষ অবদানের জন্য সরকার কর্তৃক তিনি বাণিজ্য খাতে এই সর্বোচ্চ অ্যাওয়ার্ড লাভ করেন। তিনি আরও জানান, বর্তমান সরকারের ডিজিটাল ও উচ্চ আয়ের দেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে আমরা কাজ করছি। পোষাক শিল্পের উন্নয়ন ও সুনাম ধরে রাখতে আহসান গ্রুপ বদ্ধপরিকর। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ফম/এমএমএ/শাপ/