পচাঁত্তরের এর ১৫ আগস্টের ঘাতকদের বংশধররা এখনো দেশে ষড়যন্ত্র করছে : এমএ কুদ্দুস

মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালন

মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে ১৫ আগস্ট বিকালে সুজাতপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবু অমৃতলাল নাগ এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের দুই বারের সফল চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু বাতেন।

আরো বক্তব্য রাখেন, সুজাতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ পারভেজ, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজালাল, আওয়ামী লীগ নেতা আব্দুল হাই, একে আজাদ, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন পাটোয়ারী, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন হিমু প্রমুখ। এসময় ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর ব্যাথা আমাদের হৃদয়ে থাকবেই। তাই এই শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশের উন্নয়নে ধারা অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।

তিনি আরো বলেন, পচাঁত্তরের এর ১৫ আগস্টের ঘাতকদের বংশধররা এখনো দেশে ষড়যন্ত্র করছে। শুধু তাই নয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যা চেষ্টা করেছে। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তারা সহ্য করতে পারছে না। তাই বার বার দেশীয় ও আর্ন্তজাতিক ষড়যন্ত্র করেই চলেছে। কিন্তু জনগণ তা মেনে নিবে না, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো নির্বাচিত করবে জনগণ। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রীর আসনে বসাবে জনগণ।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম