নৌ পুলিশের অভিযানে মেঘনায় মা ইলিশ ধরায় ৫৮ জেলে আটক

চাঁদপুর: নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ৫৮ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। একই সাথে মাছ ধরার ৪ টি জেলে নৌকা জব্দ ও ১৩ টি অকার্যকর করা হয়। জব্দকৃত নৌকা নৌথানা হেফাজতে রয়েছে।

রবিবার (২২ অক্টোবর) সকালে নৌ পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় চাঁদপুর নৌ থানা পুলিশ অভিযানে এসব জেলে আটক হয়।

আটকের বিষয়ে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, ২১-২২ অক্টোবর মধ্যরাত থেকে পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালিত হয়। এ সময় ইলিশ ধরা অবস্থায় তাদেরকে হাতেনাতে আটক করা হয়।

আটকৃতদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ২২ জনকে সাজা ও ২৬ জনকে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হয়েছে। আর অপ্রাপ বয়স হওয়ায় ১০ শিশু জেলেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম