হাইমচর (চাঁদপুর): চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ দীপু মনি নির্বাচনি প্রচার প্রচারণার অংশ হিসেবে হাইমচরে মহিলা সমাবেশ করেছেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মাহিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় মন্ত্রী বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবন দিয়েও তার সবকথা রেখেছেন। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চাঁদপুর হাইমচরে ব্যপক উন্নয়ন করা হয়ছে। শুধুমাত্র নৌকায় ভোট দেওয়ায় এতসব উন্নয়ন সম্ভব হয়েছে। আগামী ৭ জানুয়ারি উৎসব করে সকলে ভোট কেন্দ্রে যাবেন। এবার অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচন হবে।
চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহম্মেদ আলী মাস্টার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস লিটনের পরিচালনায় এসময় বক্তব্য দেন-হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া ও সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী।
উপস্থিত ছিলেন ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডাঃ মিজানুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এজডু পাটওয়ারী, জেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক মাহফুজুল রহমান টুটুল, ছাত্রলীগের সভাপতি জহির, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল হোসাইন, সাইফুদ্দিন বাবু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এম বাশার, মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের আহব্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, চরভৈরবী ইউপি চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল চোকদার,উত্তর আলগী ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী, যুগ্ম আহব্বায়ক মজিবুল্লাহ মানিক, নাজমুল হাসান পলাশ, শামীম পাটওয়ারী, গাজী সুজন, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আমিনুল ইসলাম বাবুল সরকার, কেন্দ্রীয় যুবলীগের সদস্য জাফর ইকবাল মুন্না, হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মফিজুর রহমান বাবুল মাষ্টার, চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ফকির, লোকমান মাস্টার, সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।
মহিলা সমাবেশ শেষে উপজেলা আওয়ামী লীগের সাবেক আহব্বায়ক ও চরভৈরবী ইউপি চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল চোকদার এর পিতা মরহুম জালাল উদ্দীন চোকদারের কবর জিয়ারত করেন ডাঃ দীপু মনি।
ফম/এমএমএ/