
চাঁদপুর: বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে অনেকটা উৎসবমুখর পরিবেশে চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার রাড়ি।
মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে ইউনিয়নের রাজারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
এছাড়াও সভায় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভার শুরুতেই ইউনিয়ন আওয়ামীলীগের বর্তমান সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার রাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ ,যুবলীগ ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগসহ অন্যান্য সংগঠনের বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মীদের নিয়ে সভায় উপস্থিত হন।
সভায় দলীয় নেতাকর্মী বর্তমান ইউপি চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার রাড়িকে পুনরায় চেয়ারম্যান পদে সমর্থন জানায়। দলীয় নেতাকর্মীদের মতে বর্তমান চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার রাড়িকে পুনরায় দলীয় মনোনয়ন দিলে ইউনিয়নের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/