নুরুল আমিন রুহুল এমপির সাথে বাগানবাড়ি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাগানবাড়ি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মামুন জমাদার ও ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মোঃ সাইফুল ইসলাম সুমন।

শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে নাউরি আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও ফরাযীকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার গোলাম কাদির ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় এমপি নুরুল আমিন রুহুল বলেন, জনগণ আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাই জনপ্রতিনিধি হতে পেরেছেন। জনপ্রতিনিধি হওয়া মানেই মানুষের সেবা করা। আমি আশা করবো আপনারাও মন দিয়ে মানুষের সেবা করবেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের জীবন বাজি রেখে দেশের উন্নয়ন করছেন এবং জনগণের সেবা করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে জনসেবা করতে হবে। সেই জন্য জনগণ পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছেন। তাই জনগণের মনের আশাও পূরণ করতে হবে। সে লক্ষ্যে সকল চেয়ারম্যান ও মেম্বারদের কাজ করতে হবে।

এসময় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, নাউরী আহম্মদীয়া উবির প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম