হাইমচর (চাঁদপুর): চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে জাটকা রক্ষা কর্মসূচির আওতায় বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ মার্চ) সকাল ১০ টায় নীলকমল ইউনিয়ন পরিষদে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চেয়ারম্যান সাউদ আল নাসের।
ইউনিয়ন পরিষদ থেকে জানানো হয়, জাটকা ধরা থেকে বিরত থাকা ৩ হাজার ৪শ’ ৮৮ জন জেলের মাঝে ফেব্রুয়ারি ও মার্চ মাসের ৪০ কেজি করে মোট ৮০ কেজি চাল বিতরন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা মৎস্য অফিসার মাহবুবু রশীদ, সরকারের প্রতিনিধি আঃ সালাম, ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ বাচ্চু সরকারসহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ।
ফম/এমএমএ/