চাঁদপুর: চাঁদপুরে নিসচা চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ইংলিশ মিডিয়ামে শিক্ষা কার্যক্রম পরিচালিত ডেফোডিল বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সড়ক আইন-২০১৮ সম্পর্কে উদ্বুদ্ধকরণ সভা ও কুইজ ফরম বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
জাতিসংঘ ঘোষিত নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ডেফোডিল বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সড়ক আইন-২০১৮ সম্পর্কে উদ্ধুদ্ধকরন এক সভা ও কুইজের ফরম বিতরণ করার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২২ মে) দুপুরে মিশন রোডস্থ ডেফোডিল বিদ্যালয়ের অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি এম এ লতিফ । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,শেখ মহিউদ্দিন রাসেল।
সভায় আলোচনায় অংশ নেন ড্যাফোডিল বিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক শাহ আলম খান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক সুজয় সরকার লিটন, প্রচার সম্পাদক এস আই আকাশ, সদস্য যথাক্রমে বাদশা ভুইয়া,শাহাদাত হোসেন,সাখাওয়াত হোসেন প্রমুখ।
এ সময় নিরাপদ সড়ক চাই জেলা শাখার পক্ষ থেকে সড়ক নিরাপদ রাখতে করনীয় সম্পর্কে মতামত প্রদানে কুইজ প্রতিযোগিতার কপি ছাত্র-ছাত্রীদের মাঝে তুলে দেয়া হয়।
ফম/এমএমএ/