চাঁদপুর : মা ইলিশের নিরাপদ প্রজনন রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স। অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার দায়ে ২৭ জেলেকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২ নভেম্বর) বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সদর উপজেলার বহরিয়া, আনন্দবাজার, সফরমালি বাজার, কানুদি ঘাট, লালপুর, আমিরাবাদ, রাজরাজেশ্বর এবং মতলব উত্তর উপজেলার চরউমেদ ও বড়চর এলাকায় অভিযান চালানো হয়।
এই অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুর রহমান, চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর জেলার মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন, সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ (পিপিএম), কোষ্ট গার্ড এর অফিসার ও ফোর্স , সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ.এম. ইকবাল হোসেন এবং মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তারা।
অভিযানে ২৭ জন জেলেকে নৌকাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জেলেদের মধ্যে ২০ জনের বিরুদ্ধে চাঁদপুর নৌ থানার অফিসার বাদী হয়ে চাঁদপুর সদর থানায় এবং মোহনপুর নৌ ফাঁড়ির অফিসার বাদী হয়ে উত্তর মতলব থানায় মামলা দায়ের করেছেন। বাকী ৭জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন।
কারাদন্ড প্রাপ্ত জেলেরা হলেন-মামুন তপাদার (৩০), মো. ফরিদ ঢালী (৩১), শাহজাহান মিজি (২৮), মো. জাকির হোসেন (৩২), মো. ফারভেজ (২৪), মো. মনির হোসেন (২৪) ও মো. নুরু বেপারী (৪০)।
অভিযানের সময় প্রায় ২ লাখ মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়। যা নদীতে পাতা অবস্থায় এবং জেলেদের হেফাজতে থাকা নৌকা থেকে জব্দ করা হয়।
ফম/এমএমএ/