—এস ডি সুব্রত
মুক্তচিন্তার হাওয়ায় যিনি করেছিলেন
দূঃসাহসিক অভিযান
প্রতিক্রিয়াশীলদের খঞ্জরে যার রঞ্জিত
হয়েছিল বুকের জমিন,
এই ‘ মাতোয়ালা রাইতে’ এর খোয়াব
নির্যাতিত করে বিপন্ন লেখককে
পঁচাত্তরের নির্মমতায় গহীনের অনুভূতি
‘বাংলাদেশ স্বপ্ন দেখে’ ,
আজীবন বৈরিতা অপপ্রচারের শিকার
তবু নির্ভীক আগুয়ান
কূপমন্ডুকদের সমালোচনায় পিছু হটেনি
নির্মোহ শামসুর রাহমান ।
লেখক: কবি ও প্রাবন্ধিক, সুনামগঞ্জ।
০১৭১৬৮৩৮৬৮৮ ।
subratadassulla@gmail.com