নির্বাচিত হলে জয় গ্রামের ৬ জন মুসল্লিকে পবিত্র ওমরাহ পালনে নিয়ে যাব

---কাউন্সিলর প্রার্থী মুছা আহমেদ

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব  উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ডে উটপাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী মোঃ মুছা আহমেদ জীবনের এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 ১৩ জুলাই বৃহস্পতিবার বিকালে দেওয়ানজি কান্দি গ্রামে শিকদার বাড়িতে আয়োজিত এই উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সমাজসেবক মোঃ বাদশা মিয়া।

সাংবাদিক মমিনুল ইসলামের পরিচালনায় নির্বাচনি ইশতেহার তুলে ধরে বক্তৃতা দেন ৫নং ওয়ার্ডের উটপাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী মোঃ মুছা আহমেদ জীবন।

আরো বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর ওলামা লীগের সভাপতি আবুল বাশার, সমাজসেবক শাহজাহান সরকার, শহীদ উল্লাহ শিকদার, জসিম উদ্দিন ঢালী, নুরু মিয়া বেপারী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, নাছির মোল্লা, নিপা আক্তার, সমাজসেবক রফিক ফকির, রবিউল্লাহ দেওয়ান, শহীদ উল্লাহ ফকির, নুর মোহাম্মদ ফকির, আইয়ুব আলী ফকির, আব্দুর রহমান, মিলন ফকির, নাইম মিয়া। পবিত্র কোরআন তেলোয়াত আইয়ুব আলী ফকির।

কাউন্সিলর প্রার্থী মুছা আহমেদ জীবন বলেন, আমি যখন নির্বাচন করব ভাবছিলমা, তখন এই দেওয়ানজি কান্দি গ্রাম থেকে সবাই আমাকে সমর্থন জানিয়েছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা আমাকে অনেক ভালাবাসা দিলেন। আমি নির্বাচিত হলে দেওয়ানজি কান্দি গ্রামের সামাজিক মসজিদের নির্মাণাধীন বাকী কাজ সম্পন্ন করে দিব এবং ৫ নম্বর ওয়ার্ডের ৬ টি গ্রাম থেকে ৬ জন মুসল্লিকে পবিত্র ওমরাহ হজ্ব পালনে নিয়ে যাব। মুছা আহমেদ আরো বলেন, আপনাদেরকে আমি ভালবাসা দিতে পারবো। আর মন ভরে সেবা করতে পারবো। আপনারা আমাকে একটি করে ভোট দিয়ে সুযোগ করে দিন। কোন সেবার জন্য আমার কাছে আসতে হবে না। একটি কল করলেই আমি আপনাদের কাছে চলে আসব। আমাকে উটপাখি মার্কায় একটি করে ভোট দিয়ে জয়যুক্ত করুন। তাহলে আমি স্মার্ট বাংলাদেশের সাথে তাল মিলিয়ে এই ছেংগারচর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড হিসেবে রুপান্তরিত করবো ইনশাল্লাহ।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম