নির্বাচিত করলে শিমুল চোকদারকে আপনারা সব সময় পাশে পাবেন

হাইমচরে চরভৈরবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ের লক্ষ্যে মহিলা সমাবেশ

হাইমচর (চাঁদপুর): চাঁদপুরের হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮ শে নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী(ইউসুফ যুবায়ের শিমুল চোকদার) তিনি চরভৈরবী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক আহ্বায়ক মরহুম জালাল উদ্দীন চোকদারের সন্তান হাইমচর উপজেলা যুবলীগের সদস্য তরুণ সমাজসেবক।

নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে,চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (১৯শে নভেম্বর )  বিকালে চরভৈরবী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মাছঘাট বাজার সংলগ্ন নৌকা মার্কার সমর্থনে মহিলা সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোওয়ারী।

ইউপি চেয়ারম্যান আহমেদ আলী মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস লিটন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন প্রধানীয়া, সহ-সভাপতি এম বাশার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান যুগ্ম-সাধারণ সম্পাদক সাহউদ্দিন টিটু হাওলাদার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহব্বায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী,জেলা পরিষদ সদস্য ও হাইমচর প্রেসক্লাবের সভাপতি খুরশিদ আলম,হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্নআহব্বায়ক জহিরুল ইসলাম সোহেল পাটোয়ারী গাজীপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান গাজী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন উত্তর আলগী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলমগীর হোসেন পাটোয়ারী প্রমূখ।

প্রধান অতিথি বলেন,  শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত না করলে চরভৈরবী ইউনিয়নের উন্নয়ন থমকে যাবে। একজন মহিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হলে যে কোন সময় আপনাদের সেবা পৌঁছে দিতে সক্ষম হবে না। রাত ১২টায় একজন মানুষ বিপদে পড়লে রাত ১২টায় একজন মহিলা আপনাদের পাশে এসে দাঁড়াতে পারবেনা। কিন্তু শিমুল চোকদার তা পারবে। আপনাদের ভোট দিয়ে নৌকার প্রার্থী কে বিজয়ী করলে আপনাদের সরকারি সকল সেবা সঠিক ভাবে পৌঁছে দিবে ।

চেয়ারম্যান প্রার্থী ইউসুফ যুবায়ের শিমুল চোকদার বলেন, আমাকে নির্বাচিত না করলে আমি কি করে আপনাদের সেবা করবো। আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন। আমি সরকারের সকল সেবা ৫ বছর ধরে আপনাদের ঘরের দরজায় পৌঁছে দিবো ইনশাআল্লাহ।

ফম/এমএমএ/

সংবাদদাতা | ফোকাস মোহনা.কম