নির্বাচন বানচালের চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে : মায়া

বক্তব্য দেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ছবি: ফোকাস মোহনা.কম

চাঁদপুর: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোফাজ্জল হোসাইন চৌধুরী মায়া বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ। বিএনপি জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করছে। কেউ যদি নির্বাচন বানচালের চেষ্টা করে তাহলে তাকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। জনগণ মনমতো ভোট দিবে যাকে খুশি তাকে ভোট দিবে।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও সাবেক ইউপি চেয়ারম্যান সাজেদুল হাসান বাবুর আয়োজনে সুজাতপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সভা বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে, আরো এগিয়ে যাবে। সারাদেশের ন্যায় মতলবে ব্যাপক উন্নয়ন হবে। রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সেক্টরে উন্নয়ন হবে। আপনারা সবাই আগামী ৭ তারিখ নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

মায়া চৌধুরী বলেন, আমরা কোন হামলা মারামারিতে নেই। কেউ যদি আমাদের পাঁয়ে পাড়া দিয়ে জগড়া করতে আসে, আমাদের পাঁ টা সরিয়ে নিব। তাও কারো সাথে জগড়া বিভেদে জড়াবো না। কারণ নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু।

সবায় বিশেষ অতিথির বক্তব্য দেন-বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। তিনি বলেন, যেকোন মূল্যে চাঁদপুর-২ আসন তথা ইসলামাবাদ ইউনিয়নে বিপুল ভোটে নৌকার প্রার্থী মোফাজ্জল হোসাইন চৌধুরীর বিজয় সুনিশ্চিত করতে হবে। তাহলেই আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে এবং দেশে উন্নয়ন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে সকলে নৌকায় ভোট দিন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন)।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু অমৃতলাল নাগের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, গাজী ইলিয়াছুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মনোয়ার হোসেন, ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম জজ, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মোঃ মানিক দর্জি প্রমূখ।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম