মতলব উত্তর (চাঁদপুর): কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনায় মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ভোট প্রার্থনা, কর্মী-প্রশিক্ষক তালিকা প্রস্তুত ও প্রশিক্ষণ বিষয়ক এক জরুরী বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার সুজাতপুর ইউনিট আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-২ আসন থেকে নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, আগামী জাতীয় নির্বাচন কেন্দ্র করে জামায়াত বিএনপি যদি কোন সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে, তাহলে কঠোর হাতে দমন করা হবে। শান্তির মতলবে কেউ অশান্তি সৃষ্টি করতে চাইলে তাকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। জনগণ আর সন্ত্রাসী কর্মকান্ড চায় না, এসব করে ক্ষমতায়ও আসা যায় না। ক্ষমতায় আসতে হলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু সুন্দর পরিবেশে হবে, যদি কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে তাহলে কঠোর হস্তে দমন করা হবে।
এমএ কুদ্দুস আরো বলেন, আওয়ামী লীগ একটি সুসংগঠিত দল। কেন্দ্র থেকে শুরু করে বিভাগ, জেলা ও উপজেলা সহ ইউনিয়ন ওয়ার্ড কমিটিও অনেক শক্তিশালী। সুতরাং কারো ধমকে আওয়ামী লীগ কর্মীরা পিছিয়ে যাবে না। রাজপথে থেকে সকল নৈরাজ্য প্রতিহত করা হবে। সেজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের জন্য প্রস্তুত নিতে হবে। প্রতিটি মানুষের কাছে গিয়ে ভোট চাইতে হবে, এবং মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা জানাতে হবে। যাতে করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনে।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন, দূর্গাপুর ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি নুরুজ্জামান সরকার দুলাল, সুলতানাবাদ ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আবুল বাশার খোকন, ছেংগারচর পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জামান সরকার, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি খাজা আহমেদ, দূর্গাপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন মাস্টার, ফরাজীকান্দি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ফতেপুর পূর্ব ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, গজরা ইউনিয়ন আ’লীগের সভাপতি ছানাউল্লাহ মোল্লা, সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান সরকার ওয়াদুদ, জহিরাবাদ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ মহন, সুলাতানাবাদ ইউনিয়ন আ’লীগের সভাপতি সফিকুল ইসলাম খন্দকার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সুজাতপুর ইউনিট আ’লীগের সভাপতি মাইনুদ্দিন সরকার, সাধারণ সম্পাদক এসএম জামাল উদ্দিন।
সহযোগী সংগঠনের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক ওয়াজকুরুনী সরকার, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন পাটোয়ারী, স্বেচ্ছাসেবক লীগ নেতা সরকার মোঃ খোরশেদ আলম, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মাহবুব বেপারী, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান, যুবলীগ নেতা আক্তার দরবেশ, সাবেক ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম প্রমুখ।
ফম/এমএমএ/