নির্বাচনে সমর্থন না করায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যা করার অভিযোগ ওঠেছে বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে। গলাচিপায় নির্বাচন পরবর্তী সহিংসতায় দুদা পহল্লান নামে ওই ব্যক্তির মৃত্যু হয়।
এ ঘটনায় ১২ নভেম্বর দুলালের স্ত্রী মোসা. রেজেনা বেগম বাদি হয়ে নবনির্বাচিত ইউপি সদস্য নাজিউর রহমান মঞ্জু, মো. নেছার, বশির হাওলাদার, মো. হাসান ও মো. জসিম হাওলাদারকে আসামি করে মোট ২৩ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলায় আরো ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এদের মধ্যে পুলিশ নবনির্বাচিত ইউপি সদস্য নাজির রহমান মঞ্জু, মো. নেছার ও জাকির হাওলাদারকে গ্রেপ্তার করেছে।
নিহত দুদা পল্লানের ছেলে তরিকুল (১৫) বলেন, ‘ঘটনার দিন রাতে ভোট সেন্টার দিয়ে আমরা সবাই বাড়ি ফিরছিলাম। বড় ভাই রফিকুল আর বাবাও ছিল। আমাদের পিছনে চাচাতো ভাই রাকিবকে ওরা ধাওয়া দেয়। বাবা সেখানে গেলে ওরা সবাই বাবাকে পিটিয়ে কুপিয়ে মাটিতে ফেলে চলে যায়। আমি আমার বাবার হত্যার বিচার চাই।’
গলচিপা থানার উপপরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।-খবর কালের কন্ঠ অনলাইন।
ফম/এমএমএ/