চাঁদপুর: আগামী ১১ নভেম্বর চাঁদপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন। চাঁদপুর সদরের ৬ নং মৈশাদী ইউনিয়নটি জেলার একটি মডেল ইউনিয়ন। নির্বাচনে ৬ নং মৈশাদী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হলেন মোঃ লিটন খান ভুট্টু। তবে তিনি তার এলাকায় সৎ, স্পষ্টভাষী ও জন দরদি হিসেবেই সমধিক পরিচিত। সকলে তাঁকে সেভাবেই গন্য করেন। তার মার্কা হলো মোরগ।
তিনি এই লাকি মার্কাটি নিয়েই আগামী ১১ নভেম্বরের নির্বাচনে প্রতিদ্ধন্ধিতা করছেন। আসন্ন এই নির্বাচনে জয়ের লক্ষে লিটন খান ভুট্টু তার নির্বাচনি ওয়ার্ডের সকল ভোটারদের দারে দারে গিয়ে তার জন্য মোরগ মার্কায় ভোট প্রার্থনা করছেন।
প্রতিদিনই নিরলসভাবে তার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এ যাবত তিনি তার ৪ নং ওয়ার্ডের খান বাড়ী, বেপারী বাড়ী, মিজি বাড়ী, পীর সাহেব বাড়ী, গাজী বাড়ী সহ অনেক বাড়ীতে তার নির্বাচনি প্রচারনা চালিয়েছেন। এলাকায় তার সমর্থক ও এলাকার মুরুব্বিদের সাথে নিয়ে তার নির্বাচনি এলাকার সকল ভোটার এবং মুরুব্বিদের দোয়া চাচ্ছেন।
লিটন খান ভুট্টু আশাবাদ ব্যাক্ত করে বলেন, আমি আশাবাদী আগামী ১১ নভেম্বরের নির্বাচনে আমার ৪ নং ওয়ার্ডের জনগন আমার মোরগ প্রতিকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমি নির্বাচিত হলে ৬ নং মৈশাদী ইউনিয়নের এই ৪ নং ওয়ার্ডকে আমি একটি মডেল ওয়ার্ডে পরিনত করবো ইনশা আল্লাহ।
লিটন খান তার ওয়ার্ডে একজন জনপ্রিয় এবং যোগ্য লোক। উনি দীর্ঘদিন ধরে এলাকার জনগনের সুখ দুঃখের সাথী হয়ে তাদের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও জড়িত এবং স্থানীয় দুটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতেও নিজ যোগ্যতার স্বাক্ষর রেখেছেন।
পরিশেষে তিনি নির্বাচনি এলাকা মৈশাদীর ৪ নং ওয়ার্ড বাসির উদ্দেশ্যে বলেন, আসন্ন নির্বাচনে এলাকাবাসি যেনো ওনাকে মোরগ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে তাদের এলাকার উন্নয়ন করার সুযোগ দেন। তিনি এলাকাবাসীর সমর্থন ও দোয়া কামনা করছেন।
ফম/এমএমএ/