নির্বাচনকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে: সফরী

চাঁদপুর: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী বলেছেন, দেশ এবং জনগণের একমাত্র আস্থার রাজনৈতিক দল হিসেবে বিএনপি আশা আকাঙ্খার প্রতীক। দেশের জনগণ চাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে বিএনপি জয়ী হবে। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে দেশে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নে নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের সৌজন্যে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের প্রতীক তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মধ্যে দেশের জনগণের কল্যাণের কথা উল্লেখ রয়েছে। চলমান পরিস্থিতিতে বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে এই অবস্থায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ।

তিনি ইফতার পূর্ব বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য সকলের নিকট দোয়া চান।

সাবেক যুবদল নেতা মো. শাহাদাত খানের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য দেন বিএনপি নেতা এডভোকেট আশরাফুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কামরুজ্জামান হাসানাত, সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন খান মন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাস্টার, চাঁদপুর সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. বিল্লাল হোসেন বেপারী, মতলব উপজেলা বিএনপি নেতা মো. মোস্তফা গাজী, মুজাহিদুল ইসলাম কিরণ প্রমূখ।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম