চাঁদপুর: আসন্ন ইউপি নির্বাচনে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করার লক্ষে ও নাগরিকদের অধিকার নিশ্চিত করতে নাগরিক সেবা সংগঠনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে চাঁদপুর সদর উপজেলা ২ নং আশিকাটি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড লালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই নতুন সংগঠন নাগরিক সেবায় ইউপি নির্বাচনে সকল মেম্বার প্রার্থীদের নিয়ে এই মতবিনিময় সভা করা হয়।
ইউপি নির্বাচনে ভোটাররা যাতে করে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পূর্ণ করার লক্ষ্যে এই নতুন সংগঠন নাগরিক সেবা ঘটন করা হয়েছে।
নাগরিক সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ হাবিবুর রহমান জানান, নির্বাচন উপলক্ষে এই এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য প্রার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যুব সমাজ নিয়ে নাগরিক সেবা সংগঠনের উদ্যোগে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়।
নাগরিক সেবার মূল উদ্দেশ্য হলো, আসন্ন নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করা, ভোট কেন্দ্রে কোন ধরনের রাহাজানি মারামারি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যাতে না হয় সেই বিষয়ে প্রার্থীদের সহদপর্ণ আচরণ বজায় রাখা, এছাড়া প্রার্থীরা নির্বাচিত হতে পারলে তাদের কাছে কিছু মৌলিক দাবি রয়েছে তা হলো, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া ,বাল্যবিবাহ বন্ধ করা, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধ করা,সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য বস্ত্র নিশ্চিত করা। এছাড়া এই সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, শীতকালে শীতবস্ত্র বিতরণ সহ সামাজিক কাজে এলাকাবাসীকে উদ্বুদ্ধ করা।
নাগরিক সেবা নামেই নতুন সংগঠনের আত্ম প্রকাশ হওয়ার পর থেকে এলাকার সকল যুবকরা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রার্থীরা সংগঠনের সকল কর্মকাণ্ডকে সাধুবাদ জানায়। শুক্রবার বিকেলে লালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নাগরিক সেবা সংগঠনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আশিকাটি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন খান, যুবলীগ নেতা এমরান কাজী, সংরক্ষিত নারী সদস্য রাশিদা বেগম, মেম্বার পদপ্রার্থী মনির দর্জি, এলাকার মুরুব্বি তাহের খান, মোহাম্মদ হোসেন খান, জুয়েল খান সহ আরো অনেকে উপস্থিত ছিল।
সভার শুরুতে সংগঠনের পক্ষ থেকে তাদের কর্মসূচি বিষয়ে অবগত করে বক্তব্য রাখেন নাগরিক সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ হাবিবুর রহমান খান।
ফম/এমএমএ/