নিত্যপন্যের মূল্য নিয়ন্ত্রণে চাঁদপুরে ক্যাবের স্মারকলিপি

চাঁদপুর: সারাদেশে আলু, পেঁয়াজ, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবী এবং প্রতিবাদে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চাঁদপুর জেলা।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন এর মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন ক্যাব চাঁদপুরের নেতারা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতি মুনাফা লোভীদের কারণে আলু ও পেঁয়াজ সাধারণ ভোক্তাদের নাগালের বাইরে এবং আইনে নিষিদ্ধ থাকা ভোজ্য তেল (ড্রামে) বিক্রি বন্ধ ও আইনগত ব্যবস্থা গ্রহণ।

সাম্প্রতিক সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে। বিশেষত আলু, পেঁয়াজ এবং খোলা সয়াবিন তেলের দাম অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় সাধারণ জনগণের নাভিশ্বাস অবস্থা। বাজার পর্যবেক্ষণে দেখা যাচ্ছে যে, বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু মান ভেদে এখনো ৭৫-৮০ টাকা, দেশি পেঁয়াজ প্রতি কেজি ১১৫-১৩০ টাকা এবং খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৬৫-১৬৮ টাকায় বিক্রি হচ্ছে।

এমন পরিস্থিতিতে ভোক্তার স্বার্থে ক্যাব ৮ দফা দাবী স্মারকলিপিতে উল্লেখ করে। দাবীগুলো হচ্ছে-অসাধু দুর্নীতিবাজ ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নিত্য পণ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে।বাজার অভিযান/ মনিটরিং বৃদ্ধি করতে হবে। টিসিবির ট্রাক সেল বাড়াতে হবে। ভোজ্য তেল খোলা বাজারে বিক্রিতাদের কঠোর ভাবে আইনের আওতায় আনতে হবে। ভোক্তা স্বার্থ দেখার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আলাদা বিভাগ বা কনজুমারস মন্ত্রণালয় গঠন করতে হবে। সরকার ১ কোটি পরিবারকে কার্ডের মাধ্যমে নিত্যপণ্য দিচ্ছে এর সংখ্যা দেড় কোটি করতে হবে। আইনে নিষিদ্ধ থাকা বাজারে খোলা ভোজ্য তেল (ড্রামে) বিক্রেতাদের আইনের আওতায় এনে কঠোর শান্তির ব্যবস্থা করতে হবে।

জনকল্যাণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিরোধে উল্লেখিত দাবীসমূহ বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ নেবার জন্য ভোক্তাদের পক্ষ থেকে ক্যাব নেতারা অনুরোধ জানান।

চাঁদপুর জেলা ক্যাবের সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ খান, দপ্তর সম্পাদক মোহাম্মদ  বিপ্লব সরকার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. কাজী হাসেম, জেলা ক্যাব সদস্য আবুল বাশার মজুমদার এ সময় উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম