নিজ দলের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সভা করতে হচ্ছে : ইউসুফ গাজী

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

চাঁদপুর : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি’র বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ ।
বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইউসুফ গাজী।
তিনি বলেন,  আমারা আজীবন প্রতিবাদ  করেছি স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে কিন্তু এখন  নিজ দলের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা করতে হচ্ছে। চাঁদপুরে আমাদের দলের কিছু লোক সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। মনে রাখবেন ডাক্তার দীপু মনির সমালোচনা করা মানে সরকারের সমালোচনা করা। আপনারা দলের অভিভাবক হয়ে যেখানে দলের ঐক্য ধরে রাখার কথা সেখানে আপনারাই বিভেদ সৃষ্টি  করছেন। এটি অত্যন্ত দুঃখের।
তিনি বলেন,  আমরা অনুরোধ করবো যত তাড়াতাড়ি সম্ভব পত্রিকায় বিবৃতি দিয়ে ক্ষমা চান। না হয় আমরা ক্ষমা চাইতে বাধ্য করবো।
চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের  সভাপতি উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলি আরশ্বাদ মিয়াজীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন চাঁদপুর ‌ জেলা  আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জাল হোসেন এসডু পাটওয়ারী, এডভোকেট  মুজিবুর রহমান ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত রায় চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান পাটওয়ারী, মাসুদুর রহমান নান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, রুহুল আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী , জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল,  মোহাম্মদ আলী মাঝি , সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন , সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান শামনু , তাজুল ইসলাম মিয়াজী , জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ সদর উপজেলা ও ইউনিয়ন   আওয়ামী লীগ ও অঙ্গ  সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে স্ব স্ব ইউনিয়নের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল নিয়ে চাঁদপুর হাসান আলী মাঠে এসে জড়ো হন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম