‘নিজের জীবন বাজি রেখে শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন’

মতলব উত্তর (চাঁদপুর): ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট)  বিকালে সুজাতপুর ইউনিট আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান সরকার দুলাল, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম খন্দকার, সাবেক সভাপতি আবুল বাশার খোকন, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মহন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খাজা আহমেদ, সুজাতপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মাইনুদ্দিন সরকার, সাধারণ সম্পাদক এসএম জামাল উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক ওয়াজকুরুনী সরকার, সাবেক ইউপি সদস্য আমির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ শাহজালাল মাস্টার, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন পাটোয়ারী, যুবলীগ নেতা জসিম উদ্দিন শ্যামল, ফতেপুর পুর্ব ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুব বেপারী, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, আওয়ামী লীগ নেতা আমান উল্লাহ মাস্টার, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভুইয়া, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান।

এমএ কুদ্দুস আরো বলেন, এতকিছুর পরও আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা দাবিয়ে রাখতে পারে নাই। তিনি নিজের জীবন বাজি রেখে দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত করছেন। যা আমাদের জন্য বিশ্বে মাথা উচু করে দাড়াবার মত গৌরবের বিষয়। তাই আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো ক্ষমতায় আনি।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম