নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : সিরাজুল ইসলাম তালুকদার

ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, ফরাক্কাবাদ উচ্চ বিদ্যাল‌য়ের এসএস‌সি পরীক্ষার্থী‌দের বিদায়-২০২১ উপল‌ক্ষে মিলাদ ও দোয়া অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। একই অনুষ্ঠানে ২০২০ সালে এসএসসি পরিক্ষায় এ বিদ্যালয় থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৯ জন কৃর্তী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ বিতরণ করা হয়।

শ‌নিবার (৬ নভেম্বর ) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গ‌ণে অনু‌ষ্ঠিত বিদায় অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্তব্য রাখেন, ফরাক্কাবাদ উচ্চ বিদ্যাল‌য়ের স্থায়ী দাতা সদস্য ও ম্যানেজিং কমিটির নির্বাচিত সভাপতি অালহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম তালুকদার।

এসময় তিনি বলেন, তোমরা যারা এবার এসএসসি পরিক্ষা দিবে তাদের জন্যে এই পরিক্ষা সামনে এগিয়ে যাবার একটি সিঁড়ি। এই সিঁড়ি সম্মানের সাথে পার করতে পারলে তোমরা আরো উচ্চতায় নিজেদের নিয়ে যেতে পারবে। তোমারদের প্রতি আমার অনুরোধ থাকবে, তোমরা যতো বড় উচ্চতায় যাও না কেন এই বিদ্যালয়কে ভুলবে না। এই বিদ্যালয়ের শিক্ষকদের ভুলবে না।

তিনি বলেন, তোমরা জীবনে যা কিছু হও না কেন, সবার আগে নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে। জীবনে ভালো মানুষ হবার কোন বিকল্প নাই। তোমরা ভালো রেজাল্টের পাশাপাশি ভালো মানুষ হয়ে বাবা-মা এবং বিদ্যালয়ের সুনাম উজ্জল করবে।

বিদ্যাল‌য়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হান্নান মিজির সভাপ‌তি‌ত্বে ও সহকারী‌ শিক্ষক মোজা‌ম্মেল হো‌সে‌ন ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রা‌খেন, ফরক্কাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ মহিন উদ্দিন, এ বিদ্যালয়ের শিক্ষক ও বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. রফিক উল্লাহ্ পাটোয়ারি, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক তালুকদার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. ম‌হিউ‌দ্দিন মি‌জি, অা‌মিনুল হাসান, মো. জাহাঙ্গীর হো‌সাইন, ইব্রা‌হিম খান,বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুভাষ চন্দ্র প্রমুখ।

পরীক্ষার্থীদের পক্ষ থেকে বিদায় বাণী পাঠ করেন সাদিয়া আক্তার ও বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায় বাণী পাঠ করেন অষ্টম শ্রেণীর ছাত্রী সোনিয়া আক্তার।

ফরাক্কাবাদ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক রেজাউল করিম মিঠু, এবিএম শাহআলম, আওয়ামী লীগ নেতা গাজী আব্দুল গণি,
কমিউনিটি পুলিশিং সভাপতি জাকির হোসেন বহরদার,ম্যানেজিং কমিটির সদস্য সালেহা বেগম,অভিভাক সদস্য জিএম রফিকসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক, এসএসসি পরিক্ষার্থীবৃন্দ।

বিদায়ী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয় সহকারী শিক্ষক মাওলানা কবির আহমেদ ওসমানী। এবছর এ বিদ্যালয় থেকে ২৯৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে।

অনুষ্ঠা‌নে বিদ্যালয়ে স্থায়ী দাতা সদস্য ও সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম তালুকদার ব্যক্তিগত পক্ষ থেকে শিক্ষার্থীদের ভালো রেজাল্ট করার উৎসাহ যোগাতে তার প্রতিশ্রুতি মোতাবেক গতবছর এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৯জন কৃতী শিক্ষার্থীদের মাঝে নগদ ৫ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি টাকা তুলে দেন। একই সাথে তিনি এবছরও ভালো ফলাফল অর্জন করা শিক্ষার্থীদের ৫ হাজার টাকা করে বৃত্তি দেয়ার ঘোষণা দেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম