নিখোঁজ শিশুর মৃতদেহ ভেসে উঠলো বাড়ীর পুকুরে

হাজীগঞ্জ (চাঁদপুর): হাজীগঞ্জে পুকরের পানিতে ভেসে উঠলো নিখোঁজ আড়াই বছরের শিশু মো. আব্দুল আজিজের মরদেহ।
শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কালচোঁ গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই বাড়ির মো. আব্দুল কুদ্দুসের ছোট ছেলে।
জানা গেছে, এদিন দুপরে বাড়ির ওঠানেই খেলাধূলা করছিল শিশু মো. আব্দুল আজিজ। বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে বের হয়। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখে স্বজনেরা তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাদজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন নিহত শিশুর মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা জানান, আমরা শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

  ফম/এমএমএ/       

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম