চাঁদপুর: চাঁদপুর জেলা জামায়েত ইসলামীর সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম(৫৮)কে চাঁদপুর মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ।
জানা যায়, মোঃ জাহাঙ্গীর আলম হাজীগঞ্জের ইছাপুর প্রধানিয়া বাড়ীর মৃত লুৎফর রহমান ও মৃত আনোয়ারা বেগমের ছেলে। বর্তমানে তিনি শহরের আলীমপাড়া এলাকায় থেকে জামায়েত ইসলামীর কার্যক্রম পরিচালনা করতেন। আর এমন খবরে চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়ির এসআই মোঃ ইসমাইল সংঙ্গীয় ফোর্সসহ জেলা জামায়াতের এই নেতাকে গ্রেফতার করেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, নাশকতার মামলাসহ একাধিক মামলার অভিযোগে অভিযুক্ত জামায়েতের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কে গ্রেফতার পূর্বক থানা হাজতে রাখা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/