চাঁদপুর : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বর্তমান সময়ে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন নারী উদ্যোক্তা তৈরি হচ্ছে। এই উদ্যোক্তা তৈরীর মাধ্যমে মেয়েরা সাবলম্বীও হচ্ছে। একজন মেয়ে স্বাবলম্বী হওয়া মানে তার পরিবার স্বাবলম্বী হওয়া। নারী স্বাবলম্বী হলে পরিবারের পাশে দাঁড়াতে পারবে। পরিবারের স্বচ্ছলতাতো আসবেই, এছাড়াও যেকোন বিপদে আপদে পরিবারের হাল ধরতে পারবে। তাই নারী উদ্যোক্তা তৈরী করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।
শুক্রবার (১০ নভেম্বর) দিনগত রাতে চাঁদপুর শহরের কদমতলাস্থ মন্ত্রীর নিজ বাসভবনে তৃনমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তা বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী এ সময় ৪টি ট্রেডের ২০০জন নারীর মাঝে প্রশিক্ষণ ভাতার ১১ লাখ ২১ হাজার ৫৫০টাকার চেক বিতরণ করেন।
এছাড়াও মন্ত্রী একই সময়ে এবং একই স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তা হিসেবে ১১জন অসহায় ও দুস্থদের মাঝে ১১লাখ টাকার চেক প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খান। সঞ্চালনায় ছিলেন মহিলা অধিদপ্তর চাঁদপুর সদর কার্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, অ্যাড. হেলাল হোসাইন প্রমূখ।
ফম/এস.পলাশ/এমএমএ/