‘নারী উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের মধ্যে নজিরবিহীন কাজ করেছেন’

মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও মা সমাবেশ

মতলবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি কেন্দ্রীয় আ’লীগের আর্ন্তজাতিক বিষয়ক উপকমিটির সদস্য এম ইসফাক আহসান।

মতলব উত্তর (চাঁদপুর): কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য এম ইসফাক আহসান (সিআইপি) বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নের বিশে^র মধ্যে নজিরবিহীন কাজ করেছেন। নারীদের উচ্চ পর্যায়ে নিয়ে যেতে কাজ করছে সরকার। যা অন্যকোন রাষ্ট্রে কোন রাষ্ট্র প্রধানরা করতে পারেনি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তা করে দেখিয়েছেন। এটা সম্ভব হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাতেই। ২৪ সেপ্টেম্বর রোববার সকালে মতলব দক্ষিণ উপজেলার মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চাঁদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী এম ইসফাক আহসান আরো বলেন, শুধু নারী উন্নয়নই নয়, শিক্ষা ক্ষেত্রেও সরকার ব্যাপক উন্নয়ন করেছেন। বর্হিবিশে^র সাথে তাল মিলিয়ে শিক্ষা কারিকুলাম, লেখাপড়ার মান উন্নয়ন, শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, বিনামূল্যে লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবচেয়ে বড় পাওনা হল বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যবই তুলে দেওয়া। শিক্ষাক্ষেত্রে এটা বর্হিবিশে^ একটি বিরল উন্নয়ন। মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণেই তা আমরা এমন উন্নয় পেয়েছি। সেজন্য মাননীয় শিক্ষামন্ত্রী চাঁদপুরের কৃতি সন্তান ডাঃ দিপু মনি এমপিকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাই আসুন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে এম ইসফাক আহসান (সিআইপি) বলেন, খেলাধুলা, সংগীত চর্চা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও হাতের লেখাসহ বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মেধা ও মনন বিকাশের সুযোগ হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত থাকলে শিক্ষার্থীরা মাদক ও সন্ত্রাসবাদ থেকে দূরে থাকবে। মায়েদের উদ্দেশ্যে এম ইসফাক আহসান বলেন, একটি শিশু জন্মের পর থেকেই সাধারণত মায়ের কাছে থাকে। মা-ই তার প্রথম পাঠশালা। তাই সন্তান আদর্শ ও সৎ হওয়ার পিছনে মায়ের ভূমিকাই বেশি। একটি সন্তান পৃথিবীতে কত বড় হবে, কত ভালো হবে, তার অনেকটাই নির্ভর করে মায়ের উপর। সেজন্য সর্বাগ্রে মাকে সচেতন হতে হবে। সন্তানকে প্রকৃত মানুষ হিসেবে গডড়ে তোলার লক্ষ্য নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং তা যথার্থভাবে বাস্তবায়নের প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে হবে। সব শেষে মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল উন্নয়ন মূলক কর্মকান্ডে আর্থীক অনুদান প্রদানের আস্বাস দেন এবং পরে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন এম ইসফাক আহসান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কবির হোসেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মতলব পৌরসভার কাউন্সিলর মো. সারোয়ার সরকার লিখনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউছুল আজম, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তাছলিমা আক্তার আঁখি, মতলব দক্ষিণ উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, মতলব পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আঃ কাইয়ুম খান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনির হোসেন, শিক্ষার্থী মাহিনী নাহার মাহি প্রমুখ।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম