‘নারীদের বিভিন্ন কাজে সহায়ক হিসেবে কাজ করছে তথ্যআপা প্রকল্প’

মতলব উত্তরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের বিশেষ উঠান বৈঠক

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসন ও তথ্যআপা কেন্দ্রের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়ে) এর বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে এবং তথ্যআপা কেন্দ্রের কর্মকর্তা তাছলিমা আক্তারের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার মেয়র মোঃ আরিফ উল্লাহ সরকার। আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, সাবেক ছাত্রনেতা প্রভাষক মেহেদী মাসুদ, উপজেলা যুবলীগের সদস্য আশরাফুল আলম মিলন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন, এখলাছপুর ইউনিয়ন যুবলীগ নেতা লিটন সরদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ নুরনবী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, আমরা ধন্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। যিনি বাংলাদেশে নারী পুরুষের সমান মর্যাদা দিয়েছেন। চাকুরী ও ব্যবসা সহ সকল ক্ষেত্রেই সমান অধিকার দিয়েছেন। নারীদের জন্য বিশেষ সেবা দিচ্ছেন। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই আজ নারীরা মাথা উঁচু করে বাঁচতে শিখেছে।

তিনি আরো বলেন, নারী উন্নয়নে সরকার ব্যাপক প্রকল্প হাতে নিয়েছেন। তার মধ্যে অন্যতম হল তথ্যআপা। নারীদের বিভিন্ন কাজে সহায়ক হিসেবে কাজ করছে এ প্রকল্পটি। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিনই দেশের উন্নয়ন নারীর উন্নয়ন অব্যাহত থাকবে। তাই আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম