চাঁদপুর : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নারায়ণপুর বাজারে সেবা মূল্য তালিকা প্রদর্শন না করা, পরীক্ষার ফি নির্ধারিত মূল্যের চাইতে বেশী রাখা ও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করায় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারসহ ৬ প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৫ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন করায় ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে নারায়ণপুর বাজারের নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টারকে ৮ হাজার টাকা, পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৮ হাজার টাকা, মীম ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, আধুনিক ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা, শেখ ফার্মেসিকে ৩ হাজার টাকা ও ম্যাক্স ডিজিটাল হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করে মতলব দক্ষিণ থানা পুলিশ।
ফম/এমএমএ/