নারায়নগঞ্জ ক্রেজি ও ইলিশের বাড়ি ৯৮ ব্যাচের ক্রিকেট ম্যাচ

চাঁদপুর: চাঁদপুর জেলা এসএসসি ৯৮ ব্যাচ সমাজকল্যাণ সংস্থা ও SSC98 HSC2000 friends Chandpur যৌথ আয়োজনে চাঁদপুর স্টেডিয়ামে প্রীতি ক্রিকেট ম্যাচ ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

১০ নভেম্বর সকালে এ ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। একই সালে একই ব্যাচে পড়ুয়া ৯৮ ব্যাচের শিক্ষাথীরাই ক্রিকেট ম্যাচ ,পুরুস্কার বিতরন সহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। খেলাটি অনেক প্রতিদ্বন্দ্বী, প্রানবন্ত ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।

চাঁদপুর স্টেডিয়ামে প্রীতি ম্যাচে অংশ নিয়েছিলেন ইলিশের বাড়ি চাঁদপুর ৯৮ ব্যাচ ও নারায়ণগঞ্জ ক্রেজি ৯৮ ব্যাচ বন্ধুরা। খেলায় ৭ রানে ইলিশের বাড়ি চাঁদপুর কে হারিয়ে নারায়ণগঞ্জ ক্রেজি ৯৮ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

খেলা শেষে পুরুষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় বসবাসরত চাঁদপুর জেলার ৯৮ ব্যাচের বন্ধু ইব্রাহিম খলিল শামীম, হাবিবুর রহমান জসিম, মহসিন আহমেদ, মির্জা আসিফুর রহমান, গাজী সুমন, মঈন উদ্দিন তালুকদার রিপনসহ ব্যাচের অনান্য অতিথিবৃন্দ।

প্রীতি ক্রিকেট ম্যাচে নারায়ণগঞ্জ ক্রেজি ৯৮ প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। নারায়ণগঞ্জের পক্ষে ব্যাট হাতে মাসুম ৫২ রান ও ইতু ৩৮ রান করেন। চাঁদপুরের পক্ষে বল হাতে সুমন ৩ টি ও মোহাম্মদ তোফায়েল কাজী সবুজ ও রবি ২ টি করে উইকেট নেন।

ইলিশের বাড়ি চাঁদপুরের দলটি ১৯১ রানের টার্গেটে ব্যাট করতে নামে। তারা ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৪ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে রবি ৪৮ ও তোফায়েল কাজী সবুজ ৩৯ রান করেন। । প্রীতি ক্রিকেট ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ ক্রেজি ৯৮ এর খেলোয়াড় ইতু।

চাঁদপুর স্টেডিয়ামে প্রীতি ক্রিকেট ম্যাচে চাঁদপুর জেলার ৯৮ এর বিভিন্ন উপজেলার অনেক শিক্ষাথীই মাঠে উপস্থিত থেকে বন্ধুদের খেলা উপভোগ করেন।

ম্যাচের আয়োজকদের মধ্যে ইলিশের বাড়ি চাঁদপুরের অধিনায়ক সবুজ এ প্রতিবেদককে জানান, সারা বাংলাদেশেই আমাদের ব্যাচের বন্ধুদের নিয়ে ক্রিকেট, ফুটবল খেলা সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম চলমান রয়েছে। এর আগে আমরা চাঁদপুরের দল নিয়ে ঢাকাতে ক্রিকেট খেলায় অংশ নিয়েছি। নারায়নগঞ্জ খেলে গেছে আবার আমরাও খেলতে যাবো। আমাদের খেলাধুলা সহ সামাজিক ও সেবামূলক কার্যক্রম সবসময় অবহ্যত থাকবে।

ইলিশের বাড়ি চাঁদপুরের খেলোয়াড়রা হলেন :  সবুজ ( অধিনায়ক ),আসাদুজ্জামান সোহাগ,আজমির,সুমন সাহা,বাপ্পি,জসিম,কাজল ,কার্তিক,কবীর শেখ,রিপন ও জামাল।

নারায়ণগঞ্জ ক্রেজি ৯৮’র খেলোয়াড়রা হলেন: নিশান ( অধিনায়ক ),নয়ন ,মাসুম ,ইতু, নাঈম,সুমন,তারিফ,রমজান,সানি, তাইফ ও সফর।

ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম