নান্দুরকান্দি সার্বজনিন শ্রী শ্রী দূর্গামন্দিরের নতুন ভবন ভিত্তিপ্রস্তর উদ্বোধন

মতলব উত্তরে নান্দুরকান্দি দূর্গামন্দির ভবন ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলার নান্দুরকান্দি হাওলাদার বাড়ি সার্বজনিন শ্রী শ্রী দূর্গামন্দিরের নতুন ভবন ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর)  বিকালে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

পরে প্রধান অতিথি হিসেবে হিসেবে আলোচনা সভায় বক্তৃতা দেন তিনি।

নান্দুরকান্দি হাওলাদার বাড়ি দূর্গাপুজা মন্দির কমিটির সভাপতি সুধীর চন্দ্র সরকারের সভাপতিত্বে ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক শ্যামল চন্দ্র দাসের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, ফতেপুর পুর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি খাজা আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহজালাল মাস্টার, সুজাতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাইনুদ্দিন সরকার, সাধারণ সম্পাদক এসএম জামাল উদ্দিন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভুইয়া, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মাহবুব বেপারী, ইসলামাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা সরকার মোঃ খোরশেদ আলম সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ নারী পুরুষ।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, এক সময় বাংলাদেশের হিন্দুরা পূজা উদযাপন করতে পারতো না। নানান ভাবে তাদেরকে ক্ষতি করা হতো। আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সকল ধর্মের মানুষই শান্তি মত ধর্ম পালন করতে পারছেন। এটা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। তিনি ক্ষমতায় আছেন বলেই আমরা শান্তিতে থাকতে পারছি। তাই আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে নির্বাচিত করে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তাহলেই আমাদের শান্তি অব্যাহত থাকবে এবং স্মার্ট বাংলাদেশ পাবো।

তিনি আগামী নির্বাচনে নৌকা মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম