নান্দ‌নিক পরিবেশে বাসাবাড়িয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপ‌জেলার কড়ইয়া ইউ‌নিয়‌নের ৩নং ওয়ার্ডে বাসাবাড়িয়া গ্রামে অব‌স্থিত ৭১নং বাসাবাড়িয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয়। বিদ‌্যালয়‌টির অভ‌্যন্ত‌রিন ম‌নোমুগ্ধকর নান্দ‌নিক প‌রি‌বেশ প্রশংসার দা‌বিদার।

সরেজ‌মি‌ন শনিবার ( ১৮ ফেব্রুয়ারি) প‌রিল‌ক্ষীত হয়, বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষ‌ক, প‌রিচালনা ক‌মি‌টির সা‌র্বিক প্রচেষ্টা ও আন্তরিকতা, বিদ‌্যালে‌য়ের পরিষ্কার প‌রিচ্ছনতা, শিশুবান্ধব শিক্ষকতা, শিক্ষক -অ‌ভিভাবকের সমন্বয়, সুশৃংখল ‌নিয়মানুব‌র্তিতা , সুদূর প্রসারি প‌রি‌বেশবান্ধব প‌রিকল্পনা উ‌দ্যোগ , নিজস্ব ও বা‌র্ষিক থোক বরা‌দ্দের উ‌দ্ধৃত ও স‌িও অর্থায়নে বাসাবাড়িয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য় ও তার আশপা‌শে সৃ‌জিত হ‌য়ে‌ছে এক দৃ‌ষ্টিনন্দন প‌রি‌বেশ।

বিদ্যালয় ও মা‌ঠের চারপা‌শের সা‌ড়িবদ্ধ ছোট ছোট ভিন‌দেশি (থাই-১, থাই-২) জা‌তের না‌রি‌কেল, আম, জাম গাছের দৃশ‌্য নজর কাড়ার মত।

‌বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক উজ্জ্বল কৃষ্ণ মজুমদার ব‌লেন, প‌রি‌বে‌শের ভারসম‌্য রক্ষা ও বিদ‌্যাল‌য়ের সৌন্দর্য‌্য বৃ‌দ্ধি‌তে গাছের কোন বিকল্প নাই। সে লক্ষ্যে উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ জামাল হোসেনের ব্যক্তিগত তহবিল থেকে ১০ হাজার করে টাক‌া দেয়। প‌রে আমার তত্বাবধা‌নে ২০২২ সা‌লে ৪০‌টি থাই জাতের না‌রি‌কেল, আম, জাম গা‌ছের ছাড়া লাগা‌নে হয়।

এ বিষয়ে উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ জামাল হোসেন বলেন, বাসাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ সুন্দও হওয়ায় শিশুরা আনন্দে স্কুলে আসছে। হাসছে, খেলছে আর পড়ছে। এই আনন্দঘন পরিবেশে লেখাপড়া করতে পারলে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটবে।

ফম/এমএমএ/

মো. মহসিন হোসাইন | ফোকাস মোহনা.কম