মতলব উত্তর (চাঁদপুর): আওয়ামী লীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ছেংগারচর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার।
তিনি বলেন, আমি মেয়র নির্বাচিত হলে আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, শ্রম ও মেধা দিয়ে আমার আপনার প্রিয় পৌরসভাকে নান্দনিক পৌরসভা ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে সক্ষম হব ইন্শাল্লাহ্।
বিগত নির্বাচনে যাকে নির্বাচিত করেছিলেন, তিনি কোন উন্নয়ন করেছিলেন কিনা তা আপনারাই এর কালের সাক্ষি। আর আপনাদেরকে শুধু মনে করিয়ে দেয়া। আপনারা এ এলাকার উন্নয়ন থেকে বঞ্চিত না হন সেদিকে দৃষ্টি রাখবেন। ছেংগারচর পৌরসভার ভোটাররা উন্নয়নের পক্ষে নৌকায় ভোট দিতে ঐক্যবদ্ধ। নৌকার পালে বিজয়ের হাওয়া লেগেছে দেখে হয়তো কেউ অজুহাত তুলতে পারে। এদের থেকে সাবধান থাকতে হবে। এদের মধ্যে মিথ্যাচার ছাড়া আর কিছু নেই। এই এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে নৌকা প্রতীককে ভোট দিবে। আমি আপনাদের সহযোগিতা চাই, নৌকা প্রতীকে আপনাদের রায় চাই।
বুধবার (৫ জুলাই) বিকেলে ছেংগারচর পৌরসভার ৫নং ওয়ার্ডের ঘনিয়ারপাড়ে উঠান বৈঠক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন প্রামাণিক।
আশিকুর রহমান মাষ্টারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি শহীদ উল্যাহ প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদেরন সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল মাহমুদ টিটু মোল্লা’সহ ওয়ার্ডের নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/আরাফাত/