
চাঁদপুর: নানা কর্মসূচির মধ্য দিয়ে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করেছে চর্যাপদ সাহিত্য একাডেমি।
সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ডাকাতিয়ার তীরে উন্মুক্ত পরিবেশে ‘মাতৃভাষা ও সমকালীন প্রেক্ষাপট’ বিষয়ের ওপর আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় সদস্য প্রয়াত উপমহাদেশের তিন কিংবদন্তি সংগীতশিল্পী যথাক্রমে লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপ্পি লাহিড়ীর প্রয়াণে শোকপ্রস্তাব আনা হয়।
আলোচনাপর্ব শেষে বেদেপল্লির শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও চিপস্ বিতরণ করা হয়। পালন করা হয় বই উপহার কর্মসূচি।
চর্যাপদ একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নির সভাপতিত্বে ও মহাপরিচালক রফিকুজ্জামান রণির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপমহাপরিচালক নন্দিতা দাস, পরিচালক শিউলী মজুমদার, সহকারী পরিচালক ফেরারী প্রিন্স, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, উপপরিচালক জান্নাতুল ফেরদাউস সুপ্ত, তথ্য পরিচালক জান্নাতুল মাওয়া, সদস্য কামরুন্নাহার বিউটি ও কবি সজীব মোহাম্মদ আরিফ।
সংগীত পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী নন্দিতা দাস, কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী আছিয়া আক্তার মিথিলা।
এ সময় উপস্থিত ছিলেন একাডেমির সহ-সভাপতি আয়শা আক্তার রুপা, নির্বাহী সদস্য শ্রাবণী মীম, সাংস্কৃতিকর্মী খুশিদা আক্তার, জান্নাত আক্তার আমেনা, খাদিজা আক্তার ও সারমিন আক্তার প্রমুখ।
ভাষাশহীদদের সম্মানে সান্ধ্যকালীন নৌভ্রমণের মধ্য দিয়ে অন্ষ্ঠুানের সফল সমাপ্তি ঘটে।
ফম/এমএমএ/