চাঁদপুর: চাঁদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন পালিত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধায় চাঁদপুর শহরের ব্যাপ্টিষ্ট চার্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
ডিসি বলেন, আপনাদের খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য আজকের এই দিনটি অবশ্যই আপনাদের জন্য অত্যন্ত আনন্দের, হাসিখুশির। এই দিনটি আপনাদের জন্য বয়ে আনুক শান্তির ছায়া। আপনাদের সকলের মাঝে শান্তির নবদ্রূত বয়ে আনুক এই দিনটি দ্বারা। আপনারা আপনাদের যে যিশু খ্রিস্টের কথা বলেন, যাকে বিশ্বাস করেন, তাঁকে বিশ্বাস করেই আপনাদের আগামীর পথচলা হোক মঙ্গলময় ও দীর্ঘায়ু।
জেলা প্রশাসক আরো বলেন,আমাদের বাংলাদেশে খ্রিস্টান ধর্ম তৃতীয় বৃহত্তম। আমরা সকলেই মিলে মিশে এই দেশে শান্তিতে থাকতে চাই। আমি মনে করি এটি আপনাদের জন্য যেমন একটি শান্তির দিন, আপনাদের বড়দিন, তাই বড়দিনে আপনাদের সকলের শান্তি কামনা করি।
হিম মার্ক চৌধুরী ও স্বীকৃতি গাইন (ত্রয়ী) এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব।
এছাড়াও উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদুল হক চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকতসহ চাঁদপুর জেলার সকল খ্রিস্টান ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/