নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে চাঁদপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে জেলা দাবা লিগ

চাঁদপুর: নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে চাঁদপুর স্টেডিয়ামে জেলা কাবাডি লিগ টুর্নামেন্ট। ১২ নভেম্বর বিকাল তিনটায় টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

জেলা দাবা লিগ উপলক্ষে সোমবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মিলন মাহমুদ।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু র পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট কমিটির সদস্য মোঃ তরিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও দাবা উপ কমিটির সহ-সভাপতি তমাল কুমার ঘোষ ,রোটারিয়ান শরীফ আশরাফুল হক, সদস্য ও সাবেক সাঁতারু তপন চন্দ এবং চাঁদপুর কন্ঠের ক্রিয়া বিভাগের সম্পাদক চৌধুরি ইয়াসিন ইকরাম।

উপস্থিত সকল সদস্যদের সমন্বয় সিদ্ধান্ত হয় যে আগামী ১২ নভেম্বর থেকে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্ণামেন্টে জেলা ক্রীড়া সংস্থার ক্লাবগুলোর সহ চাঁদপুর প্রেসক্লাব ও চাঁদপুর ক্লাব এ দুটি দল অংশগ্রহণ করতে পারবে। খেলাধুলো লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অংশ নেওয়ার দলগুলোকে সহসাই চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে।

ফম /এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াছিন ইকরাম | ফোকাস মোহনা.কম