চাঁদপুর : চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, আল্লাহপাক নবীজিকে বিশ্ব মানবতার জন্যে প্রেরণ করেছেন। নবীজি সমাজ ও রাষ্ট্রকে তাঁর আদর্শ দ্বারা পরিবর্তন করেছিলেন। তিনিই সেরা। এই সেরা মহামানবের জীবনী শুধু ওই যুগে নয় এ যুগের মানুষের সামনে নিয়ে আসতে হবে। আমার ইসলাম ধর্ম সেরা ধর্ম সেটা শুধু মুখে নয় কর্মেও প্রমান করে দেখানো আমাদের কর্তব্য। আমার ধর্মটা সেরা কেন, সেই বার্তা মানুষের কাছে পৌঁছাতে হবে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক উপস্থিত মসজিদ ও মাদ্রাসার ইমাম ও খতিবদের উদ্দেশ্যে বলেন, অন্ন ধর্মের মানুষের জানমাল হেফাজক করাও আমাদের দায়িত্ব। আমরা চাই ধর্ম নিয়ে যেন কেউ বাড়াবাড়ি না করে। প্রতিটি মানুষ যেন ইসলাম ধর্মের অনুসারীর কাছে নিরাপদ হয়। আমাদের সমাজের সমসাময়িক বিষয় নিয়ে খুতবা বা বয়ানে আলোচনা করা দরকার। নবীজির আদর্শকে দলমত নির্বিশেষে প্রত্যন্ত অঞ্চলের মানুষদের মাঝে তুলে ধরতে হবে।
ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুরের ফিল্ড অফিসার মোহা. সফি উল্লাহর সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, গোর এ গরীবার খতিব আব্দুর রশিদ তালুকদার, কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন, শেরেবাংলা ছাত্রাবাস জামে মসজিদের খতিব মাওলানা আ ন ম মহিবুল্লাহ, গাছতলা দরবার শরীফের ইমাম মো. খাজ যোবায়ের, বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রসার প্রভাষক মো. আল আমিনসহ অন্যান্যরা।
আলোচনা শেষে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শেরেবাংলা ছাত্রাবাস জামে মসজিদের খতিব মাওলানা আ ন ম মহিবুল্লাহ।
ফম/এস.পলাশ/এমএমএ/