নবাগত জেলা জজ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে আইনজীবী সমিতির শুভেচ্ছা

চাঁদপুরের নবাগত জেলা জজ সামছুন্নাহার ও চীফ  জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদের সাথে জেলা আইনজীবী সমিতির সভাপতি  অ্যাড: এ. এন. এম মাইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল আলম  চৌধুরী সহ  বিচারক ও আইনজীবীরা।  

চাঁদপুর: চাঁদপুরের নবাগত জেলা জজ সামছুন্নাহার ও   চীফ  জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদকে ফুলেল  শুভেচ্ছা জানিয়েছেন জেলা  আইনজীবী সমিতির নেতারা।

সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর সার্কিট হাউজে নবাগত জেলা জজ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতারা শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা জজ (১) আমিরুল ইসলাম,  অতিরিক্ত জেলা জজ (২) সৈয়দ তফাজ্জল হোসেন হিরু,  অতিরিক্ত চীফ জুডিসিয়াল   ম্যাজিস্ট্রেট মোহাম্মদ  শহিদুল আমিন,  সিনিয়র জুডিসিয়াল  ম্যাজিস্ট্রেট মোরশেদুল ইসলাম,চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড: এ. এন. এম মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল আলম  চৌধুরী,  জেলা জজ আদালতের পিপি অ্যাড: কুহিনুর  বেগম, জিপি  অ্যাড:  এ জেড এম রফিকুল হাসান রিপন,   সিনিয়র আইনজীবী এপিপি অ্যাড: রেহেনা  ইয়াসমিন কচি, এপিপি  অ্যাড: নুরুল আমিন খান আকাশ ,  এপিপি অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম,  জেলা আইনজীবী সমিতির আপ্যায়ন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ কর রানা,  চেয়ারম্যান রেজিস্ট্রিটিং আবু কাউছার।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম