নবাগত আইনজীবিদের সংবর্ধনা দিল  বাংলাদেশ ল র্ইয়ারস কাউন্সিল চাঁদপুর জেলা

চাঁদপুর: নবাগত আইনজীবিদের সংবর্ধনা দিল  বাংলাদেশ ল র্ইয়ারস কাউন্সিল চাঁদপুর জেলা শাখা।
মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সংবর্ধনায় অংশ নেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে যোগদানকৃত  আইনজীবীগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ  ল র্ইয়ারস কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট ড.মোঃ গোলাম রহমান ভূঁইয়া।
বাংলাদেশ ল র্ইয়ারস কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নাইমুল ইসলাম এর  সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট শাহজাহান মিয়া।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক সরকার, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট সাইদুল ইসলাম বাবু, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, চাঁদপুর ল ইয়ার্স কাউন্সিলর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম সালেহ, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট বাবর বেপারী, অ্যাডভোকেট শাহজাহান খান প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শেখ আবু তাহের, এডভোকেট সেলিম আকবর ,অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, এডভোকেট মহসিন খান সহ আইনজীবীগণ।
সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে যোগদানকৃত নবীন আইনজীবীদেরকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন প্রধান অতিথিসহ সিনিয়র আইনজীবীরা।
ফম/এমএমএ/

চৌধুরী ইয়াছিন ইকরাম | ফোকাস মোহনা.কম