সদ্য শেষ হওয়া দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে নতুন মন্ত্রিসভা গঠন করা হবে আগামী বৃহস্পতিবার (১১ জানুয়ারি)। এদিন সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে প্রধানমন্ত্রী ও মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে এ বিষয়ে রাষ্ট্রপতি কার্যালয়ে প্রস্তুতি শুরু করে বলে জানায় বঙ্গভবনের কর্মকর্তারা।
এর আগের দিন বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয় লাভ করা নতুন সংসদ সদস্যরা শপথ বাক্য পাঠ করবেন।
নতুন সংসদ সদস্য হিসেবে প্রথমে শিরীন শারমিন চৌধুরী নিজেই শপথ নেবেন। এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন।-খবর বনিক বার্তা।
ফম/এমএমএ/