চাঁদপুর: প্রতি বছরের ন্যায় এ বছরও নতুন বছর নতুন বাজার ক্রীড়া চক্র ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) চাঁদপুর ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায় শাহজালাল মিশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি সদস্য সচিব এডভোকেট জাহাঙ্গীর খান,চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক বিভাগীয় যুব দলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন চাঁদপুর হার্ডওয়ার সমিতির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মাসুদ মাঝি, যুগ্ন আহবায় আরফিন খান, যুগ্ন আহবায়ক শামসুল আলম সূর্য,জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাকির মিজি,পায়েল, জিন্না ,হাবিব, সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
নতুন বাজার ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেন মোঃ নাসির খান ও জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ রিপন।
টুর্নামেন্টে টানটান উত্তেজনার মধ্য দিয়ে নতুনবাজার ভয়েজ ও আলিমপাড়া ভয়েসের দুই দলের মাঝে ফাইনাল খেলা শুরু হয়। ব্যাডমিন্টন টুর্নামেন্ট দেখার জন্য শহরের বিভিন্ন জায়গা থেকে খেলা প্রেমিকরা এসে উপভোগ করেন। খেলার স্পনসার হিসেবে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কাজী ট্রেডার্স।
ফম/এমএমএ/