শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষকদের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে শনিবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর-৫ (শাহরাস্তি – হাজীগঞ্জ নির্বাচনী এলকার সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, গতানুগতিক শিক্ষার বাহিরে এসে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। ছাত্র ছাত্রীরা একজন শিক্ষককে পিতা হিসেবে দেখে, আপনারাও তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতি বছর ৪৩ কোটি বই দিচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদের সভাপতিত্বে ও মেহের ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক অতিরিক্ত সচিব খোদেজা আক্তার খানম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ জামাল নাসের। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা মহিলা কলেজের অধ্যক্ষ হাসনাত আনোয়ার উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালি, পৌরসভা মেয়র হাজী আব্দুল লতিফ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিষ্ট্রার মোহাম্মদ হোসেন।
এছাড়া অন্যন্যার মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইলিয়াস মিন্টু, উপজেলা কলেজ শিক্ষক সমিতির উপদেষ্টা অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভুঁইয়া, মাদ্রাসা শিক্ষক সমিতি নেতা মাওঃ দেলোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
ফম/এমএমএ/