নাম চূড়ান্ত না হওয়া নতুন একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়ক রোশান। এ সিনেমায় তার সঙ্গে জুটি বাঁধবেন প্রিয়মনি। মঙ্গলবার এ সিনেমাটির জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করেন তারা। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে সিনেমাটি নির্মাণ করবেন মাসুদ মহিউদ্দীন ও মাহমুদ হাসান শিকাদার। এর সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন ফজলুল হক আকাশ।
আরটিভির নিজস্ব কার্যালয়ে এ সিনেমাটির চুক্তিবদ্ধ হওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক, সৈয়দ আশিক রহমান। আরও উপস্থিত ছিলেন আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব।
চিত্রনায়ক রোশান বলেন, এ নিয়ে বেঙ্গলের আমি তিনটি কাজ করতে যাচ্ছি। আসলে অনেক ভাগ্যবান, অল্পতেই অনেক বড় বড় মানুষদের আশির্বাদ ও ভালোবাসা পেয়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছেন সৈয়দ আশিক স্যার। এজন্য আমি চিরকৃতজ্ঞ। এ ছবিটি দর্শকের কাছে ভিন্নতা নিয়ে আসবে। আর দর্শকও এখন ভালোমানের গল্প দেখতে চান, ভিন্ন কিছু পেতে চান।
প্রিয়মনি বলেন, সিনেমার গল্প ভালো লেগেছে। একজন সাধারণ নারীর অসাধারণ হয়ে ওঠার গল্পই উঠে আসবে এই ছবিতে। এর বেশি কিছু বলতে চাই না। আশা করা যাচ্ছে, অসাধারণ একটি সিনেমা হবে। সবাই মিলে যাতে খুব দ্রুত কাজটি শুরু করতে পারি সে জন্য দোয়া ও ভালোবাসা রাখবেন।
ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন মনোরম পরিবেশে শিগগিরই আনুষ্ঠানিক মহরতের মাধ্যমে এ সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে।
ফম/এমএমএ/শাপ/