নওগাঁর ঐতিহ্যবাহী সাঁওতালি নৃত্য প্রতিযোগিতা

নওগাঁর নিয়ামতপুরের শিবপুর বারোয়ারী দুর্গা মন্দির। এ মন্দিরে নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উত্তরবঙ্গের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের এক মিলনমেলায় সাঁওতালি নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় নওগাঁর নিয়ামতপুর, পোরশা, সাপাহার, পত্নীতলা, রাজশাহী, দিনাজপুর, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলা থেকে সমতল আদিবাসীদের প্রায় ২৩টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় পুরুষ দলে নওগাঁ নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউপির জাবরিপাড়ার জেটু হাসদার দল প্রথম, নিয়ামতপুরের কন্তইল আমিন সরেনের দল দ্বিতীয় এবং মহিলা দল থেকে নওগাঁর পত্নীতলা উপজেলার মারায়াপাড়ার আগনেশ হেবরমের দল ও রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কাঁকনহাটের নরেশ টুডুর দল যৌথভাবে প্রথম হয়েছে ও দ্বিতীয় হয়েছেন নওগাঁর পোরশা উপজেলার দয়াহার যুব সংঘ সোনালী ক্লাবের স্বপন টুডুর দল। মোট ১৫টি টেলিভিশন পুরস্কার দেওয়া হয়।

এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক দলকে সান্তনা পুরস্কার এবং যাতায়াত বাবদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়া জেলা প্রশাসকের পক্ষ থেকে অংশ গ্রহনকারী প্রত্যেক দলকে ১ হাজার টাকা করে প্রদান করা হয়।

প্রতিযোগিতা দেখতে হাজার হাজার নারী-পুরুষ আদিবাসী শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সমবেত হন। অনুষ্ঠান শেষে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে এলইডি টেলিভিশন পুরস্কার হিসাবে তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আদিবাসী পুরুষ ও মহিলারা এ নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি নিজে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথি নিজেই প্রতিযোগিতাটি পরিচালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি) মোঃ আব্দুল বাতেন, জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, পুলিশ সুপার প্রকৌঃ আব্দুল মান্নান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) মতিয়ার রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, থানার ওসি হুমায়ন কবির, ত্রিসূলের সভাপতি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের উন্নত জীবন যাপনের কর্ম পরিকল্পনাকারী তৃণা মজুমদার, সাধারণ সম্পাদক ও সাপাহার জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক ভুট্টু পাহান, জেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক রনজিত কুমার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অজিত মুন্ডা, আদিবাসী নেতা দয়াল দাস প্রমুখ।-খবর বিডি প্রতিদিন।

ফম/এমএমএ/