চাঁদপুর: সারা দেশে ধর্ষণ, হত্যার সর্বোচ্চ শাস্তিসহ ও নারীদের নিরাপত্তার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে চাঁদপুরের সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১০ মার্চ) বেলা ১১টা থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে শহরের প্রধান সড়কগুলোতে বিভিন্ন স্লোগানে মিছিল করে শিক্ষার্থীরা।
চাঁদপুরের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী ও সচেতন সমাজের ব্যানারে শহরের বেশ কয়েকটি উচ্চ বিদ্যালয়, কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করে।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, চাঁদপুরে মামা-মামি কর্তৃক নির্যাতিত ও ধর্ষণের শিকার রোজিনা, মাগুড়ায় শিশু আছিয়া, কুমিল্লায় তনু হত্যাসহ সারাদেশে জানা অজানা সকল ধর্ষণের ধর্ষকদের ফাঁসি ও নারীদের নিরাপত্তা দিতে হবে। সরকার এসব বিষয়গুলো দায়িত্ব নিয়ে কাজ করার কথা। শিক্ষার্থীদের বার বার সড়কে আসার কথা নয়। আমরা এসব অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
এদিকে শহরের সড়কগুলোতে বিক্ষোভ মিছিলের সময় অপরাধীদের শাস্তির দাবীতে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। তারা-ধর্ষণকে রুখব সবাই, নীরবতা আর নয়। আমি বাংলাদেশ, আমি লজ্জিত, ধর্ষকের একটাই ঠিকানা জেলখানা, বোন তোমার ভয় নাই, ভাই তোমার মরে নাই, এ ধরণের স্লোগনা দিয়ে শহরকে মুখোরিত করে তোলে।
সবশেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে অবস্থান নেয়। এ সময় সড়কে যান চলাচল অনেকটা বন্ধ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীদেরকে সু-শৃঙ্খলভাবে কর্মসূচি পালন করার জন্য অনুরোধ জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া। এছাড়াও সড়কের বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হলে ট্রাফিক পুলিশ তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করে।
ফম/এমএমএ/