ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধী বাচ্চা প্রসবের পর মৃত্যু, অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদপুর : চাঁদপুরের কচুয়ায় ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধী ফাতেমা আকতার (৪২) বাচ্চা প্রসবের পর মৃত্যুবরণ করেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মেহেদি হাসান প্রকাশ প্রদীপকে (৩০) গ্রেপ্তার করেছে।

মেহেদি হাসান প্রকাশ প্রদীপ উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের আবদুর রহিমের ছেলে। নিহত বাকপ্রতিবন্ধী ফাতেমা একই গ্রামের শেখ ফরিদের মেয়ে।

ধর্ষণের ঘটনাটি গেল বছর এপ্রিল মাসে ঘটলেও সোমবার (১০ মার্চ) জানাজানি হয়।

খোঁজ নিয়ে জানাগেছে,  গেল বছর এপ্রিল মাসে ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে ফাতেমাকে বিয়ের জন্য পারিবারিকভাবে চাপ দেয়া হয়। বিয়ে না করায় গত ৩ মার্চ রাতে নিহত বাকপ্রতিবন্ধী ফাতেমার বাবা শেখ ফরিদ কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং ৩। একইদিন রাতে আসামি মেহেদি হাসান প্রকাশ প্রদীপকে আটক করে পুলিশ।

এরপর রোববার (৯ মার্চ) বাকপ্রতিবন্ধী ফাতেমার নিজ বাড়ীতে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে হাসপতালে নেওয়ার পথে মারা যায়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানান, কন্যা শিশুর পিতার পরিচয় নিশ্চিত করতে নিহত বাকপ্রতিবন্ধীর ময়নাতদন্ত করা হয়েছে। পরে শিশুর ডিএনএ পরীক্ষার মাধ্যমে পিতার পরিচয় সনাক্ত করা হবে।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম